Today News, Bangla News, News Bangla

Breaking

Wednesday, September 15, 2021

how to get AdSense on YouTube

গুগল এডসেন্স এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আজ আমরা   "google Adsense" সম্পর্কে বিস্তারিত  বাংলায় আপনাদের জানানোর আপ্রাণ চেষ্টা করবো সম্পুর্ণ  নিজের অভিজ্ঞতায়। চলুন তাহলে প্রথমেই জেনে নেই "youtube Channel adsense"  সম্পর্কে। একটি ইউটিউব চ্যানেলে "monetizes" "পেতে মাএ ২টি সর্ত পূরণ করতে হয়"।

1. "Subscriber" 2."watchtime"

1. সাবসক্রাইবার সংখ্যা কম পক্ষে 1,000 হতে হবে। তাও আবার রিয়েল সাবস্ক্রাইব দরকার হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে "real subscribers" আর unreal subscribers কি? 

1. Real Subscriber হলো যারা আপনার ভিডিও কম পক্ষে ৩ মিনিট দেখার পর আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলা যায় রিয়েল সাবসক্রাইবার বা পার্মেনট subscribers  বলা যায়। আপনার যদি নিজের কন্টেন্ট হয় আর রিয়েল Subscribers থাকে তাহলে ইউটিউব কমিউনিটির কাছে আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে আপনার চ্যানেলে মনেটাইজেশন অন হয়ে যাবে,তাতে কোনো রকম সন্দেহ নেই। তাই রিয়েল সাবসক্রাইবার অর্জন করতে হলে অডিয়েন্স দের কে ভালো ভালো কনটেন্ট উপহার দেওয়ার চেস্টা করুন।                     

 2. unregal Subscriber? আনরিগেল সাব্সক্রাইবার বলতে,আমরা অনেকে আছি, দৈর্য হারিয়ে সাবসক্রাইবার কিনতে যায় ফেসবুক গ্রোপ থেকে। যা কিনা ইউটিউব কমিউনিটির কাছে বৈধতা প্রাপ্তি নয়। যার ফলে কেনা সাবস্ক্রাইব গুলো কিছুদিন পর বা ২৪ ঘন্টার মধ্যে সপেম হয়ে যায়। এবং সাবস্ক্রাইব দিন দিন কমতে থাকে। কেনা সাবস্ক্রাইব দিয়ে মনিটাইজেশন অন না হওয়ার সম্ভাবনা ৮৫%। তাই আপনার চেষ্টা করবে ভালো মানের ভিডিও রেগুলার আপলোড করার। তাতে করে আপনি রিয়েল সাব এর সাথে সাথে  ওয়াচটাইমও পাবেন। তাতে ক

রে আপনি নিশ্চিত "youtube monetizetion partnership google adsense" দিবে, এজন্য দৈর্য ধরে কাজ করুন। সফল হবেন, এতে কোনে রকম সমস্যা হবে না।         

2. watchtime এবং sub এর সাথে সাথে আপনারা চ্যানেলে  ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম  প্রয়োজন হবে।  অনেকের মনে ৪০০ ঘন্টা ওয়াচটাইম  হলেই নাকি হবে! আসলে এটা ভূল। বুঝতে সহজ হওয়ার জন্য সোজা হিসেব হচ্ছে ৪০০০x60=2,40,000 (দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট) হলেই আপনি আপনার চ্যানেলে "youtube monetized approval" হবে।  

"Google AdSense sign up Or Google AdSense sign in"

আপনার blogger site এ আপনি ২০-২৫ টি আর্টিকেল লেখার পর আপনি আপনার ব্লগার সাইটের জন্য Adsense এর জন্য আবেদন করতে পারেন।একটা বিষয় মাথায় রাখবেন, এটা যদি ঠিক থাকে তাহলে আপনার সাইটে যদি ১০টি পোস্টেও থাকে তাহলেও আপনি আপনার সাইটের জন্য মনেটাইজেশন পাবেন।আর সেটা হলোঃ Traffic Search . আপনার সাইটে প্রতিদিন কমপক্ষে ১৫০ থেকে ৩০০ জন "visitors" আসে আর আপনার পোস্ট গুলা যদি ইউনিক হয় তাহলে আবেদনের ২৪ ঘন্টার মধ্যে আপনার "monetize on" হয়ে যাবে। উপরের স্ক্রিনসট অনুযায়ী প্রথম বক্সে আপনার সাইটের নাম https://example.com বা https://example.blogspot.com দিবেন আপনার সাইট নামের বৃত্তিতে। তার পর আসে "email address" : ইমেইল ঠিকানা দেওয়ার সময় খুব সতর্কথার সাথে দিবেন। যে ইমেল ঠিকানা দিয়ে এডসেন্স খুলবেন ঐ ই-মেইল ঠিকানা ছাড়া অন্য কোনো মেইল যদিও মোবাইলে সাইন ইন করা থাকে, তাহলে সব গুলো একাউন্ট রিমুভ করে দিবেন। নয়তো এডসেন্স পেতে আপনার অনেক সমস্যা হতে পারে। এবার নিচের দুটি অপশন থেকে অবশ্য আপনি উপরের অপশন টা সিলেক্ট করবেন।এতে করে আপনার এডসেন্স একাউন্টর সকল তথ্য আপনার ইমেইলে জানানো  জানানো হবে। এবার submit বোতামে ক্লিক করে আপনার এডসেন্স একাউন্ট এর চিঠি পেতে আপনার সঠিক ঠিকানা প্রধান করুন। ঠিকানা ভূল হলেন verification pin পেতে আপনার মহা জামেলায় পরতে পারেন। তাই বানান ঠিক রেখে সঠিকভাবে address দিন। example : Village, post office -post code,Upazila, zila,division, country. ঠিকানা যাতে করে কোনো ভাবেই ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন।

"AdSense payment "

এডসেন্স এর ডলার যখন $100 Dollar হবে তখন ব্যাংক একাউন্ট এ উইডরোউ করতে পারবে। সে জন্য আপনাকে  bank account খুলতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন বাংকে একাউন্ট করবেন? আমার জানা মতো,  "Islamic bank or  Sunali bank" এ একাউন্ট করবেন। এছাড়াও আপনার সুবিধা অনুসারে অন্য বাংকেও একাউন্ট করতে পারেন। এখানে একটা জিনিস ভালো ভাবে মনে রাখা উচিত। আর সেটা হলো আপনার Adsense Account name আর bank account name যেন একই নাম হয়। নয় তো ডলার টাকায় ট্রান্সফার হতে সমস্যা হতে পারে। এজন্য এডসেন্ড নাম এবং বাংক একাউন্ট নাম একরকম হওয়া ভালো।

"Google AdSense earnings"

 এডসেন্স একাউন্টে ডলার মুলত যুক্ত হয় "Advertisements" বা বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে। একবার বিজ্ঞান দেখালে আপনার সাইটে কোনো কম্পানী দেয় $0.05 sent আবার ইউরোপ কান্টির কয়েকটা দেশ থেকে প্রতি ক্লিকে $1.00 doller পর্যন্ত আসে। যেমনঃ America, United kingdom,suiden,tailend,Malaysia.  এ দেশ গুলো থেকে প্রতি ক্লিকে ব্যাস ভালো পরিমাণে আরনিং আসে।

"AdSense meaning"

এডসেন্স এর মেয়ানিং বলতে উপরের সবগুলোকেই বুঝায়। এই "article" টি সম্পুর্ণ পড়লেই বুঝতে পারবেন।

"পোস্টটি ভালো লাগলে Like করুন এবং Comment করে আপনার মতামত জানান"।

1 comment:

  1. Casino of the West - JT Hub
    Casino of the West is a 충청남도 출장마사지 new location in the area with many new amenities and a wide variety of 안산 출장마사지 slots. 전라남도 출장안마 As a result, there are 하남 출장마사지 now many games available in the 통영 출장마사지

    ReplyDelete